ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

বাবা হতে চলেছেন রাজ!   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪০, ৪ জুন ২০১৮ | আপডেট: ২২:৩৮, ৪ জুন ২০১৮

Ekushey Television Ltd.

চমকের যেন শেষ নেই। শুরুটা ছিল বাগদান দিয়ে। তারপর বাওয়ালি রাজবাড়িতে জমজমাট বিয়ে। গ্র্যান্ড রিসেপশন সব কিছুতেই সারপ্রাইজ। তবে এবারের চমক ছাপিয়ে গেল সব কিছুকে। ‘বাবা হতে চলেছেন রাজ চক্রবর্তী। এমনটাই শোনা যাচ্ছে টলিপাড়ায়।

গুঞ্জনের বারুদ দিয়েছেন অভিনেতা জিৎ। পুরো গল্পটা বলতে গেলে দিন কতক আগে পিছিয়ে যেতে হবে। সেদিন মুক্তি পায় ‘সুলতান দ্য সেভিয়ার’-এর ট্রেলার। যা দেখার পর অভিনেতাকে শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, ‘কেয়া বাত # সুলতান দ্য সেভিয়ার জমে ক্ষী…।’ তারই উত্তরে নায়ক বলেন, ‘থ্যাঙ্কস রাজু বেটা। যব পাপা বনোগে বাতানা…’।  

এই এক ট্যুইটে টলিপাড়ায় শুরু হয়েছে জোর গুঞ্জন। লোকের মুখে মুখে শুভশ্রীর অন্তঃসত্ত্বা হওয়ার গল্প। আসলে লোকের কী দোষ! যে হারে চমক দিয়ে চলেছে রাজ-শুভশ্রী তাতে সন্তানের খবর দিলে ঘাবড়ে যাবার কিছু নেই।

তবে একটা কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। বিয়ের পর কিন্তু বাচ্চাদের নিয়ে ছবি বানাচ্ছেন রাজ। আর তাতে আরও বাড়ছে সন্দেহ। কিন্তু সত্যি কী বাবা হতে চলেছেন পরিচালক। উত্তর এর জন্য আপনাদের অপেক্ষা করতে হবে।

এমএইচ/এসি 

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি